×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২৩-০৫-২০
  • ৩৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিগ পর্ব থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ আসর শেষ করলো পাঞ্জাব কিংস। গতরাতে আইপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে হেরেছে পাঞ্জাব।
১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে থাকায়, প্লে-অফে খেলার সুযোগ শেষ হয়ে গেছে পাঞ্জাবের। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকে প্লে-অফ খেলার আশা জিইয়ে রাখলো রাজস্থান।  
ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারায় পাঞ্জাব। পঞ্চম উইকেটে জিতেশ শর্মাকে নিয়ে ৪৪ বলে ৬৪ ও ষষ্ঠ উইকেটে শাহরুখ খানের সাথে ৩৭ বলে অবিচ্ছিন্ন ৭৩ রান তুলেন ইংল্যান্ডের স্যাম কারান। শুরুর ধাক্কা সামলে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব।
কারান ৩১ বলে অপরাজিত ৪৯, জিতেশ ২৮ বলে ৪৪ ও শাহরুখ ২৩ বলে অপরাজিত ৪১ রান করেন। তিন ব্যাটার মিলে ১১টি চার ও ৭টি ছক্কা মারেন। রাজস্থানের নবদীপ সাইনি ৩ উইকেট নেন।
জবাবে শুরুতেই উইকেট হারালেও ওপেনার যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কালের জোড়া হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে থাকে রাজস্থান। জয়সওয়াল ৮টি চারে ৩৬ বলে ৫০ এবং পাডিক্কাল ৫টি চার ও ৩টি ছক্কায় ৩০ বলে ৫১ রানে আউট হন। পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমায়ার, রায়ান পরাগ ও ধ্রুব জুরেলের দায়িত্বশীল ইনিংসে জয় পায় রাজস্থান।
২৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৬ রান করেন হেটমায়ার। ১২ বলে ২০ রান করেন পরাগ। শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেন জুরেল। ৪ বলে অপরাজিত ১০ রান করেন তিনি। ম্যাচ সেরা হন পাডিক্কাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat