×
ব্রেকিং নিউজ :
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন : মেয়র তাপস ভোলায় মহান মে দিবস পালন রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন চুয়াডাঙ্গায় আজ দুপুরে ৪০.৭ ডিগ্রিতাপমাত্রা রেকর্ড গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮ মিল্টন সমাদ্দার গ্রেপ্তার জাতির পিতার সমাধিতে রাজউক চেয়ারম্যানের শ্রদ্ধা সিলেটের আদালত পাড়ায় ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম : শেখ পরশ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৩৪৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলার সদর উপজেলায় মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর এলাকার দরিদ্র কৃষক মতিয়র রহমানের এক বিঘা জমির ধান বৃহস্পতিবার সকাল ১০টায় কেটে ঘরে তুলে দিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাটে দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে।
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মোর্শেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ছাড়াও উপজেলা পর্যায়েও একই ভাবে দরিদ্র কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছে নেতাকর্মীরা। দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর গ্রামে মতিয়র রহমানের ধান কাটা হয়। সেখানে অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মার্শেদ, সাধারণ সম্পাদক রমযান আলী সরদারের , যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মাহমুদুর রহমান , দফতর সম্পাদক রাশেদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শহিদুল ইসলাম সুজন, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুনিরসহ অন্যান্য নেতাকমীৃরা। কৃষক মতিয়র রহমান জানান, টাকার অভাবে ধান কাটার জন্য শ্রমিক নিতে পারছিলেনা। সেই ধান স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা কেটে ঘরে তুলে দেওয়ার খুশি বলে জানান তিনি। মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat