স্প্যানিশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গতরাতে নিজেদের ৩০তম ম্যাচে রিয়াল ২-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা-লিগার ম্যাচ খেলতে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে বল দখলে রাখে রিয়াল। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।
দানি সেবায়োসের থ্রোতে বল ভিনিসিয়াসের যোগান থেকে মিডফিল্ডিার মার্কো আসেনসিও গোল করে(১-০) দলকে এগিয়ে দেন।
বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুন করে রিয়াল। ম্যাচের ৪৮ মিনিটে কর্নার থেকে ডি-বক্সে বাতাসে ভাসিয়ে বল পাঠান আসেনসিও। হেডে বলকে জালে পাঠান মিডফিল্ডার এডার মিলিতা। ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এই ব্যবধান অব্যাহত রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো রিয়াল। ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৩০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তমস্থানে আছে সেল্টা ভিগো।