ছেলের অসুস্থতার কারণে তার খেলা নিয়ে হঠাৎই সংশয় সৃষ্টি হয়েছিল। অসুস্থ ছেলেকে নিয়ে আগের দিন ছুটোছুটি করেছেন তামিম ইকবাল। মঙ্গলবার সকালে তার পক্ষে মাঠে নামা হবে কিনা, তা নিয়ে ছিল অনিশ্চয়তা।
যদিও রাতে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুসকে তিনি জানিয়েছিলেন,খেলবেন। সকালে টসের সময় দেখা গেলো, তামিমকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ।
কিন্তু তামিম কি ব্যাটিং করতে পারবেন? আজ মঙ্গলবার চা বিরতির ঠিক মিনিট দশেক পর শেরে বাংলার গ্র্যান্ডস্ট্যান্ড আর বাংলাদেশ ড্রেসিং রুমের আশপাশে সীমানার ধারে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন তামিম।
বাংলাদেশ বাঁহাতি স্পিনার তাইজুলের বলে আইরিশ লেট অর্ডার এন্ডি ম্যাকব্রেইনের তুলে মারা শট খানিক বাঁ দিকে ও পিছনে ছুটে ধরতে গিয়ে সীমানার ওপরে শরীর ছুড়ে দেন তামিম। বল গিয়ে সীমানার বাইরে আছড়ে পড়ে। তিনিও শূন্য থেকে ঝাঁপিয়ে পড়েন মাটতে। তখনই ব্যথা পান কাঁধে। তাকে ধরাধারি করে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।