হাটুঁর ইনজুরির কারনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ আসর থেকে ছিটকে গেলেন গুজরাট টাইটান্সের নিউজিল্যান্ড ব্যাটার কেন উইলিয়ামসন। চলমান আইপিএলের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় হাঁটুর ইনজুরিতে পড়া উইলিয়ামসন আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
আগামী সপ্তাহেই নিউজিল্যান্ড ফিরে যাবেন এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) পরিকল্পনা অনুসারে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন উইলিয়ামসন।
এক বিবৃতিতে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গুজরাটের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতেই ইনজুরির কারণে উইলিয়ামসনকে হারানোটা দুঃখজনক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি ও আশা করি যত দ্রুত সম্ভব সে মাঠে ফিরবে।’
চেন্নাই ইনিংসের ত্রয়োদশ ওভারে ওপেনার ঋুতুরাজ গায়কোয়াডের হাওয়ায় ভাসানো শট ডিপ স্কয়ার লেগ বাউন্ডারির সীমনায় লাফিয়ে ছক্কা বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে হাঁটুতে ব্যাথা পান উইলিয়ামসন। পরে গুজরাট টাইটান্সের মেডিক্যাল স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে ফিল্ডিংয়ে নামেন সাই সুদর্শন। পরবর্তীতে উইলিয়ামসনের জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার নামায় গুজরাট।
আইপিএল খেলতে দেশের হয়ে শ্রীলংকার বিপক্ষে চলমান এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন উইলিয়ামসন।
দুই বছরেরও বেশি সময় পর সদ্য কনুইয়ের ইনজুরি থেকে সুস্থ হন ৩২ বছর বয়সী উইলিয়ামসন।