জেলার তজুমদ্দিন উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে মাধ্যমিক পর্যায়ের ৯০ জন মেধাবী শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যেগে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে এসব ট্যাব প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসাইন।
তিনি জানান, এদিন উপজেলার মোট ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরধারি শিক্ষার্থীরা এসব ট্যাব পেয়েছে।