রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার মাদক কারবারি ফয়জুর রহমান ওরফে নিপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার (২৫ মার্চ) কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার ফয়জুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার কোতোয়ালি থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ফয়জুর রহমান ওরফে নিপুকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪৮ বোতল ফেরসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।