স্বাক্ষীকে জেরার সময় চট্টগ্রামের আদালতে হঠাৎ অসুস্থ হয়ে মো. জোবায়ের আলম আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম আদালতে এ ঘটনা ঘটে।
জোবায়ের আলম কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আমাদের সহকর্মী জোবায়ের আলম মেট্রোপলিটন দায়রা জজ আদালতে একটি মামলা স্বাক্ষীকে জেরা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। এসময় আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।