খেলার সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন আইভরি কোস্টের ফুটবলার মোস্তফা সিলা। গতকাল রোববার প্রথম বিভাগের ম্যাচে খেলার সময় তিনি অসুস্থ হয়ে মারা গেছেন বলে তার ক্লাব রেসিং ডি আবিদজানের (আরসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে।
হাসপাতালে নেয়ার পথে মারা যান ২১ বছর বয়সী এই ডিফেন্ডার। এক বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানায়, সোল এফসির বিপক্ষে ম্যাচে খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মারা গেছেন আমাদের আরসিএ ডিফেন্ডার মোস্তফা সিলা।
২০২০ সালে জাতীয় চ্যাম্পিয়ন শিরোপা জয় করা রেসিং ডি আবিদজান বর্তমানে চ্যাম্পিয়নশীপের সপ্তম অবস্থানে রয়েছে।