ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন ক্যাম্পাসে ফিরেছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় পাবনা ও কুষ্টিয়া পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে ক্যাম্পাসে দিয়ে যান।
এর আগে গত বুধবার বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশে অস্থায়ীভাবে বহিষ্কার হয় অভিযুক্ত অন্তরাসহ পাঁচজন। হাইকোর্ট আরো নির্দেশ দেন ভুক্তভোগী ফুলপরী যে হলে থাকতে চাই সে হলের আবাসিকতা দেয়ার।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ফুলপরীর পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে তাকে তুলে দেয়া হয়েছে।