×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২৩-০২-১৯
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রিমিয়াল লিগের শিরোপা দৌঁড়ে হোচট খেল ম্যানচেস্টার সিটি।  শনিবার অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে এ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-২ গোলের রোমঞ্চকর জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল।
সিটির কাছে ৩-১ গোলে পরাজিত হবার মাত্র তিন দিন পর দারুন ভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। অসাধারণ এক জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নদের সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে গতকাল ফের পৌঁছে যায় তালিকার শীর্ষে। অবশ্য ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে বেশ ঝুঁকিতেই পড়ে গিয়েছিল মাইকেল আর্তেতার  শিষ্যরা। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগেও পয়েন্ট হারানোর শংকায় উদ্বিগ্ন ছিল ২০০৪ সালের পর প্রথম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ক্লাবটি।
অলি ওয়াটকিনস ও ফিলিপ কুটিনহোর গোলে দুইবার পিছিয়ে পড়েছিল গানাররা। দুইবারই  দলটিকে সমতায় ফিরিয়ে আনেন যথাক্রমে বুকায়ো সাকা ও ওলেক্সান্ডার জিনচেঙ্কো (২-২)। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে (৯০মি.) আর্সেনালের উদ্বেগ কেটে যায় সাবেক গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতি গোলে। জর্জিনহোর শটের বল তার গায়ে লেগে জড়িয়ে যায় জালে (৩-২)। ইনজুরি হিসেবে পাওয়া বাড়তি সময়ের শেষ মিনিটে (৯০+৮ মি.) ফাঁকা জালে বল জড়িয়ে আর্সেনালের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন গাব্রিয়েল মার্টিনেলি। কর্নারের বল প্রতিহত করতে গোল রক্ষক মার্টিনেজ কিছুটা উপরে উঠে গেলে ফাঁকায় বল পেয়ে টোকা দিয়ে জালে জড়ান গাব্রিয়েল (৪-২)।
ম্যাচ শেষে আর্তেতা  বলেন,‘ আমরা আগের চেয়ে বেশী আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছিলাম। কারণ পারফর্মেন্সকে আপনার ফলাফলে পরিণত করতে হবে। দলটি অনেক মানষিক গুন দেখিয়েছে, যা খুবই প্রয়োজন ছিল। আমি আসলেই খুশি।’
সব প্রতিযোগিতায় সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে প্রথম এই জয়টি আর্সেনালকে নতুন ভাবে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, যার মাধ্যমে তারা সিটিকে হটিয়ে শিরোপা জয় করতে পারবে। চ্যাম্পিয়নদের চেয়ে বাড়তি এক ম্যাচ হাতে রেখে শীর্ষস্থানে আরোহন আর্সেনালকে অনেক বেশী অনুপ্রানীত করছে।
এর কয়েক ঘন্টা আগেই নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। বিরিতিতে যাবার চার মিনিট আগে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রিলিশের যোগান থেকে বল পেয়ে আনুমানিক ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন তিনি (১-০)।
কিন্তু উত্তেজনা বাড়তে থাকে দ্বিতীয়ার্ধে, যখন পেপ গার্দিওলা দলের দ্বিতীয় গোল পেতে বিবাদে জাড়িয়ে পড়েন চতুর্থ রেফারির সঙ্গে। প্রতিপক্ষের জো ওয়ারাল সিটি তারকা আর্লিং হালান্ডকে বিপজ্জনকভাবে বঁধা দেয়ার কারণে পেনাল্টি দাবী করেন গার্দিওলা। তবে তার দাবী আমলে নেয়নি ম্যাচ কর্মকর্তারা। এরই জের ধরে তিনি চতুর্থ রেফারিকে হেনস্থা করলে গার্দিওলাকে  দেখতে হয় হলুদ কার্ড।  
এরপরও হালান্ড বেশ কয়েকটি সুযোগ মিস করেন। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে মর্গান গিবস-হোয়াইটের ক্রসের বল টোকা দিয়ে জালে জড়িয়ে নটিংহ্যামকে সমতায় ফিরিয়ে আনেন ক্রিস উড (১-১)।          
খেলা শেষে গার্দিওলা বলেন, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি। কিন্তু এটি ফুটবল। এখানে আমাদেরকে গোল করতে হবে। এটি ছিল আমাদের খেলা সেরা ম্যাচগুলোর একটি। কিন্তু শেষ পর্যন্ত দুই পয়েন্ট হারাতে হলো। আমাদের আরো বেশী আগ্রাসী হওয়া উচিৎ ছিল। তবে এটি জানি যে আমাদেরকে আরো অনেক ম্যাচ খেলতে হবে।’
এদিকে নিউক্যাসলের টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার ধারা ভেঙ্গে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ চারে আসন পেতে মরিয়া লিভারপুল। সেন্ট জেমস পার্কে গতকাল তারা ২-০ গোলে জয়লাভ করেছে লিভারপুল । বিজয়ী দলের হয়ে ম্যাচের ১০ মিনিটেই গোল করেন ডারউইন নুনেজ। ৭ মিনিট পর পোস্টের খুব কাছ থেকেই লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন কোডি গাকপো।  
শনিবার প্রিমিয়ার লিগে আরো একটি ধাক্কা খেল তীব্র চাপে থাকা চেলসি কোচ গ্রাহাম পটার। স্টামফোর্ড ব্রিজে গতকাল তারা ১-০ গোলে হেরে গেছে তালিকার নিচের দিকে থাকা সাউদাম্পটনের কাছে। প্রথমার্ধের শেষ মিনিটে  অসাধারণ শটে জয়সুচক গোলটি করেছেন ফ্রি কিক বিশেষজ্ঞ জেমস ওয়ার্ড। এই নিয়ে লিগে ফ্রি কিক থেকে ১৭তম গোলটি করেছেন তিনি।  কিংবদন্তী তারকা ডেভিড ব্যাকহ্যামের রেকর্ড থেকে মাত্র এ গোলে পিছিয়ে রয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat