দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ২৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৪। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। আর গত জানুয়ারি মাসে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা শনাক্তের হার নিম্নগামী। গত জানুয়ারি মাসের আগে, অর্থাৎ ২০২২-এর ডিসেম্বরে ৫৪০ জনের করোনা শনাক্ত হয়। নভেম্বর মাসে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৪৫।