×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তিন দিনব্যাপী ‘১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্ট-জানুয়ারি ২০২৩’ এর পুরস্কার বিতরণী আজ শুক্রবার গাজীপুর সেনানিবাসে বিওএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে বিওএফ গলফ ক্লাবের প্রেসিডেন্ট এবং কমান্ড্যান্ট বিওএফ মেজর জেনারেল মো. মাকসুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 
এসময় ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর বশির আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সরোয়ার জামান ঢালি এবং বিওএফ গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য জ্যৈষ্ঠ কর্মকর্তা ও অনেক গলফার উপস্থিত ছিলেন। 
প্রতিযোগিতায় দেশী-বিদেশী খেলোয়াড়সহ ১৩৮ জন গলফার অংশগ্রহণ করেন।  টুর্ণামেন্টে স্কোয়াড্রন লিডার হাবিব চ্যাম্পিয়ন, বেগম নিলা আজিজ লেডি উইনার মাস্টার, সাবরুন জামিল জুনিয়র উইনার মাস্টার ও অফিফ ইফতেখার ইফরিত সাব জুনিয়র উইনার হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর বশির আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সরোয়ার জামান ঢালি, চেয়ারম্যান টুর্ণামেন্ট কমিটি, বিওএফ গলফ ক্লাবের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ মহতি উদ্যোগের জন্য ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও টুর্ণামেন্ট কমিটির সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি হতে শুরু হওয়া গলফ টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিওএফ গলফ ক্লাবের প্রেসিডেন্ট এবং কমান্ড্যান্ট বিওএফ মেজর জেনারেল মো. মাকসুদুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat