৬ষ্ঠ সাউথ এশিয়ান (এসএ) গেমসের কারাতে প্রতিযোগিতায় বান্দরবানের নয় বিজয়ীকে পুরস্কার দেয়া হয়েছে। আজ রোববার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা তার নিজ কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত এস এ গেমসে বান্দরবান জেলার এই কারাতেকাররা পদক জয় করেন। পুরস্কার হিসেবে স্বর্ণ পদক জয়ী ২ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা, রৌপ্য জয়ী ৩ জনের প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং ব্রোঞ্জ জয়ী ৪ জনের প্রত্যেককে ২০ হাজার টাকার চেক দেন ক্য শৈ হ্লা।এসএ গেমসে একক কাতায় স্বর্ণ এবং ৫৫ কেজি ও দলীয় কাতায় ব্রোঞ্জ পদক লাভ করেন সিংক্যউ। একক কাতায় স্বর্ণ এবং ৫৪ কেজি ও দলীয় কাতায় ব্রোঞ্জ পদক লাভ করেন রুইতুম ¤্রাে। এছাড়া একক কাতায় রৌপ্য এবং দলীয় কাতায় ব্রোঞ্জ পদক লাভ করেন নুমে মার্মা।
এদিকে ছাইনুয়ই মার্মা একক কাতায় রৌপ্য এবং দলীয় কাতায় ব্রোঞ্জ পদক, ক্যছাউ মার্মা ৫২ কেজিতে রৌপ্য এবং দলীয় কাতায় ব্রোঞ্জ এবং রেংহিন ¤্রাে, টুম্পং ¤্রাে, প্রু ওয়াচিং মার্মা, মেতওয়াইং মার্মা কারাতের বিভিন্ন ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন।