সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক স্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে।
১৫ ডিসেম্বর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ,এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নুর দুলাল।