পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৬৫৭ রান করেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এক ইনিংসে এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় রান।
ইংল্যান্ডের রানের পাহাড়ের জবাবটা শক্তহাতেই দিচ্ছে পাকিস্তান। বিনা উইকেটে ১৮১ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকরা। ১০ উইকেট হাতে নিয়ে এখনও ৪৭৬ রানে পিছিয়ে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে চার ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম দিন ৭৫ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৫০৬ রান করেছিলো ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে কোন ম্যাচের প্রথম দিন সর্বোচ্চ রানের বিশ^ রেকর্ড করে তারা। ১১২ বছরের পুরনো বিশ^ রেকর্ড ভাঙে ইংলিশরা।
দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ১৫১ রান যোগ করে অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে জ্যাক ক্রলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮ ও হ্যারি ব্রুক অপরাজিত ১০১ রান করেন।
পাকিস্তানের লেগ-স্পিনার জাহিদ মাহমুদ ২৩৫ রানে ৪টি ও নাসিম শাহ ১৪০ রানে ৩ উইকেট নেন।
ইংল্যান্ডের ইনিংস শেষে পাকিস্তানের ইনিংস শুরু করে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। ৫১ ওভারে ১৮১ রান তুলে দিন শেষ করেছেন তারা। শফিক ৮৯ ও ইমাম ৯০ রানে অপরাজিত আছেন। শফিকের ১৫৮ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা ছিলো। ১৪৮ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কা মারেন ইমাম।