×
ব্রেকিং নিউজ :
উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে : হুইপ কমল মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে একজন নিহত, আহত ১০ রাঙ্গামাটিতে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাটের বিভিন্ন স্থানে বৃষ্টির আশায় নামাজ আদায় সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় নতুন বই পৌঁছাতে শুরু করেছে।  এখন  অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বুক লিষ্ট নিয়ে নতুন বইয়ের জন্য বইয়ের দৌড়-ঝাঁপ করার কথা ভুলে গেছেন। সেই এক যুগ আগে অভিভাবরা নতুন বইয়ের জন্য দোকানে দোকানে ঘুরেছেন।সেটা এখন শুধুই স্মৃতি। সরকার বিনা মূল্যে বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে যে অনন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
নতুন বছরের শুরুতে নতুন  বই উৎসবের অপেক্ষার স্বপ্ন দেখছেন প্রাথমিক, মাধ্যামিক  ও ইবতেদায়ী শ্রেণীর উত্তীর্ন হতে যাওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। বই ছাপাতে দারুন ব্যস্ত ছাপাখানা গুলো। ২৩ সালের নতুন পহেলা জানুয়ারিত নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারিদিকে  ছড়িয়ে পড়বে ।রঙিন মলাটের মধ্যে রঙিন ছবিসহ গল্প,ছড়া, কবিতা বন্দি হয়ে আছে শিক্ষার্থীদের নতুন স্বপ্ন।  বছরের প্রধমদিনে নতুন বই হাতে সরিষার ক্ষেতের আইল ধরে নাচতে নাচতে ছুটে যাবার সময় গুনছে শিক্ষার্থীরা।
এরই মধ্যে নতুন বই প্রাক প্রাথমিক,প্রাথমিক , মাধ্যমিক ইবতেদায়ী শ্রেণীর বই জেলা সদরসহ সকল উপজেলাতে পোঁছাতে শুরু করেছে। নতুন বই বোঝাই  ট্রাকে গুলো থেকে বই নামাতে ব্যাস্ত শ্রমিকরা। জেলা ও উপজেলা শিক্ষা  অফিসাররা সে গুলোর তত্বাবধায়ন করছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হজরত আলী জানান, নতুন বই এসে পৌঁছাতে শুরু করেছে। তিনি জানান জেলায়  ইতমধ্যে মাধ্যমিক শ্রেণীর ২০ দশমিক ৭৭ শতাংশ, এবতেদায়ী বই ৬১ দশমিক ৩৫ শতাংশ ও মাদ্রসার দাখিল ১ দশমিক ৪৬ শতাংশ বই এসেছে। শিক্ষার্থীদের কাছে  যথা সময়ে পৌঁছে যাবে।
এ দিকে জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী  জানান, প্রাথমিক শ্রেণীর ২য় , তৃতীয় ও চতুর্থ কিছু বই এসেছে এবং আসা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat