দেশে টানা ষষ্ঠ দিনের মতো করোনভাইরাসে কারও মৃত্যু হয়নি। আর এই সময়ে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার দেশে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪২৬ জনে রয়েছে।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।