প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এস আই আশরাফুল আলম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তার দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে আজ রোববার সকালে গুলশানের বাসা থেকে সুলতানাকে গ্রেফতার করে র্যাব-৩ এর সদস্যরা। এদিন রাজধানীর পল্টন থানায় এ মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সুলতানা ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপি’র এক কর্মসূচিতে প্রকাশ্যে জনসম্মুখে মিডিয়া অনলাইন কর্মীদের উপস্থিতিতে বক্তৃতায় বলেন, ‘শেখ হাসিনা একজন নির্লজ্জ মহিলা। ওনাকে ঘাড় ধরে সংসদ থেকে বের করে দিবো। বাংলাদেশের চেহারা ওনাকে দেখতে দিবো না। আমি শেখ হাসিনাকে জানি, সে একজন বাজে মহিলা, একজন অবিবেচক, নিষ্ঠুর, ডাইনি মহিলা। প্রধানমন্ত্রী হওয়ার কোন যোগ্যতা তার নেই। বাবা রাজনীতি করতো তাই প্রধানমন্ত্রী হয়েছেন।’
প্রধানমন্ত্রীসহ বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আসামি এ ধরনের অশালীন মন্তব্য করায় এই মামলা করা হয়েছে।