×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মদ নবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরে সুপার টুয়েলভে  গতকাল  নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে  পরাজিত হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দের নবি। 
অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে নবি বিশ্বকাপে দলের প্রস্ততির ঘাটতি এবং নির্বাচক ও ম্যানেজমেন্টের সাথে মনমালিন্যের কথা উল্লেখ করেন। 
লিখিত বিবৃতিতে নবি জানিয়েছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হল। নিজেদের এবং সমর্থকদের প্রত্যাশা মতো খেলতে পারিনি আমরা। সকলের মতো এমন ফলাফলে আমরা অত্যন্ত হতাশ। বড় প্রতিযোগিতার জন্য গত এক বছরে আমরা ভাল প্রস্তুতি নিতে নিতে পারিনি। অধিনায়ক হিসাবে যেমন প্রস্তুতি আশা করেছিলাম, তেমন হয়নি। গত কয়েকটি সফরে নির্বাচন কমিটি বা দল পরিচালন কমিটিও ঠিক ছিল না। সব মিলিয়ে দলের ভারসাম্যের উপর প্রভাব পড়েছে।’
তিনি আরও বলেন, ‘সকলকে যথাযথ সম্মান দিয়ে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট এবং দলের আমার প্রয়োজন হবে তখন আমার দেশের হয়ে খেলা চালিয়ে যাবো। আমি আপনাদের প্রত্যেককে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা বিশ্বকাপে ম্যাচগুলো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও মাঠে এসেছিলেন এবং যারা বিশ্বব্যাপী আমাদের সমর্থন করেছেন। আপনাদের ভালবাসা সত্যিই আমাদের কাছে অনেক অর্থবহ। আফগানিস্তান দীর্ঘজীবী হোক।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রশিদ খান দায়িত্ব ছাড়লে দ্বিতীয়বারের মত আফগানিস্তানের অধিনায়কত্ব পান নবি। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
২০২১ বিশ্বকাপ থেকে নবির অধীনে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০টিতে জিতেছে ও  ১৩টিতে হেরেছে আফগানিস্তান। সব মিলিয়ে ৩৫টি টি-টোয়েন্টিতে ১৬টিতে জয় ও ১৯টিতে হেরেছে দল।
চলমান বিশ^কাপে কোন জয়ের দেখা পায়নি আফগানিস্তান। ৫ ম্যাচের মধ্যে ৩টিতে হেরেছে তারা। আর ২টি ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat