গবেষণায় বৈদেশিক অনুদান গ্রহণে উদ্যোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ইউজিেিসত ব্রাক ইউনিভার্সিটি ১৬টি বৈদেশিক প্রকল্পের অনুদানের অর্থ গ্রহণ ও ব্যয় সংক্রান্ত বিষয়ে আজ অনুষ্ঠিত এক সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ এ আহবান জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী বিশ্ববিদ্যালয়সমূহকে সরকারি অর্থায়নের পাশাপাশি বৈদেশিক অনুদানে গবেষণাকর্ম পরিচালনায় আরও উদ্যোগী হতে হবে।
একইসাথে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করা এবং গবেষণায় বিনিয়োগে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার কথা বলেন।
তিনি আরো বলেন, মৌলিক গবেষণার ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে ইউজিসি থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে তিনি জানান।
সভায় ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-পরিচালক মো. মহিবুল আহসান, ব্রাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভ ডল্যান্ড, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।