দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) শিল্পকারখানার বাণিজ্যিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধন এবং অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মসূচি উদ্বোধন করবেন বলে কথা ছিল।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম উদ্বোধন ও অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, বেজার অধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ১৪ শিল্প-কারখানা একযোগে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। এছাড়া ২৯ কারখানার নির্মাণ কাজ একসঙ্গে শুরু হচ্ছে।