দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে গত দু’বারের ফাইনালিষ্ট বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজ-নিজ প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ-শ্রীলংকা। আফগানিস্তানের কাছে শ্রীলংকা ৮ উইকেটে ও বাংলাদেশ ৭ উইকেটে হারের লজ্জা পায়।
এ ম্যাচটি উভয় দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। এ ম্যাচে বিজয়ী দল সুপার ফোরে খেলবে । আর হেরে যাওয়া দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে।
আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এনামুল হক, মোহাম্মদ নাইম ও মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে সাব্বির রহমান, মেহেদি হাসান নতুন মুখ এবাদত হোসেনের।
শ্রীলংকার একাদশে একটি পরিবর্তন হয়েছে। মহেশ পাথিরানার জায়গায় একাদশে এসেছেন আসিথা ফার্নান্দো। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে আসিথার।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
শ্রীলংকা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকশে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারতেœ, মাহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দো।