ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান ১৫ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে মানুষের কল্যাণে কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ইনস্টিটিউটের মিলনায়তনে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
উপাচার্য বলেন,বঙ্গবন্ধু উদার,অসাম্প্রদায়িক,মানবতাবাদী ও অন্তর্ভুক্তিমূলক উন্নত সমাজ বিনির্মাণ করতে চেয়েছিলেন-এ কথা উল্লেখ করে বলেন, নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আরও উদ্ভাবনমুখী হওয়ার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
আইবিএ’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ.মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল কবির স্বাগত বক্তব্য দেন।