বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হয়েছে ‘পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট’। ঢাকা মহানগরীর স্কুল-কলেজগুলো নিয়ে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ মোট ৪০টি দল অংশ নিচ্ছে। যার মধ্যে রয়েছে বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে ১৮টি দল।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বালক বিভাগের ম্যাচগুলো। পার্শবর্তী শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বালিকা বিভাগের ম্যাচগুলো।
প্রধান অতিথি হিসেবে আজ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলাটি বালক বিভাগের আইডিয়াল স্কুল এন্ড কলেজ বনাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুুলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুুল ১৪-১১ গোলে আইডিয়াল স্কুুলকে পরাজিত করে।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের অন্য ম্যাচে সানিডেল স্কুল ৩১-০৫ গোলে মডেল একাডেমিকে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ২২-০৫ গোলে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজকে, মাইলস্টোন কলেজ ১৮-১৫ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে এবং সেন্ট গ্রেগরী হাই স্কুল ৪১-০৩ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে পরাজিত করেছে।
শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা বিভাগের খেলায় কদমতলা পুর্ব বাসাবো স্কুল ১১-০৬ গোলে মাইলস্টোন কলেজকে, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ২০-০০ গোলে সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়কে, সানিডেল স্কুল ২৯-০০ গোলে আইডিয়াল স্কুল এন্ড কলেজকে, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ ১২-০৩ গোলে শহীদ রমিজ উদ্দিন বীর বিμম ক্যান্টনমেন্ট স্কুলকে এবং কদমতলা পুর্ব বাসাবো স্কুল ১৮-০০ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে।