রাজধানীর সবুজবাগে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের মামলায় আসামি রাজু আহমেদ নামে এক রেস্টুরেন্ট কর্মীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদন্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদি হয়ে সুবজবাগ থানায় একটি মামলা করেন। মামলার ২০ দিনের মাথায় ২৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থী এক পুত্র সন্তান প্রসব করে। বর্তমানে শিশুটি রাজধানীর আজিমপুরে সোনামণি নিবাসে রয়েছে। তদন্ত শেষে একই বছরের ৭ মে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। পরবর্তীতে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলা তদন্ত, আলামত পর্যালোচনা এবং ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষনা করা হয়।