‘আমরা একসাথে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪তম আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে।
বুধবার থেকে ৫দিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে, চলবে ১৪ আগস্ট পর্যন্ত। সম্মেলনের এবারের স্বাগতিক দেশ থাইল্যান্ড। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো ভার্চ্যুয়ালি এই সম্মেলনে অংশ নিয়েছে।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনারও স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমের নেতৃত্বে গার্ল গাইডের ১২ সদস্যের প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করেন।