জিম্বাবুয়ে সফরে থাকা বাংলাদেশ দলের সাথে যোগ দিচ্ছেন ব্যাটার নাইম শেখ ও পেসার এবাদত হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের অধিনায়ক নুরুল হাসান সোহান ও লিটন দাস ইনজুরিতে পড়ায় দলে ডাক পেয়েছেন নাইম ও এবাদত। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি অংশের জন্য দলে যোগ দিচ্ছেন তারা।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েন সোহান। ফলে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে পড়েন সোহান। আর প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান লিটন। এছাড়াও পেসার শরিফুল ইসলামেরও ইনজুরি রয়েছে। তাই বাধ্য হয়ে সিরিজের মাঝপথে নাইম ও এবাদতকে ওয়ানডে সিরিজের বাকি অংশের জন্য জিম্বাবুয়ে পাঠাচ্ছে বিসিবি।