আগামী শুক্রবার ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করবে আবাহনী লিমিটেড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
আজ আবাহনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ক্লাব প্রাঙ্গনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে রাত ১২.০১ মিনিটে পুস্পস্তবক অর্পন করবেন ক্লাব পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে দিনব্যাপী কোরান তেলাওয়াত, শেখ কামালের জীবনী নিয়ে ভার্চ্যুয়াল আলোচনা ও স্মৃতিচারন এবং বাদ আছর ক্লাব ভবনে দোয়া মাহফিল।