বার্মিংহামে অনুষ্ঠানরত ২২তম কমনওয়েলথ গেমসে আজ জিমন্যাস্টিক্সের পুরুষদের ফ্লোর ইভেন্টে বিজয়ীদের মাঝে পদক বিতরণ করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এই ইভেন্টে ইংল্যান্ডের জিমন্যাস্ট জেক জার্মান স্বর্ণপদক অর্জন করেছেন। রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেছেন যথাক্রমে কানাডার ফেলিক্স ডলসি ও ইংল্যান্ডের জিয়ারনি রেগিনি-মোরান।