টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
বুধবার দুপুর সোয়া ১২ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র সূরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন ।
এ সময় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ.টি. এম. কাদের নেওয়াজ, মানবিক ও সামাজিকবিজ্ঞানঅনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারপার্সন কে. আহমেদ আলম, রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ার পার্সন ড. অলি আহাদ ঠাকুর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান, টুঙ্গিপাড়া পৌরসভার কাউন্সিলর ফায়েক শেখসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।