সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিতে বলা হয়েছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী চলতি বছরের ১ আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা দিবেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা কার্যকর করার জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখায় নেয়া হবে।