মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নওগাঁর নজরুল ইসলামকে আগামী ৭ জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন।
আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩ জুন গ্রেফতার করে র্যাব। পরে নিম্ন আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক জেলা আমির মো. রেজাউল করিম মন্টুসহ নওগাঁর তিনজনকে মৃত্যুদন্ড দিয়ে ৩১মে রায় দেন ট্রাইব্যুনাল। মন্টু ছাড়া অপর দুই আসামি নজরুল ইসলাম ও মো. শহিদ মন্ডল।
তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগের তিনটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এ রায় দেন। আসামিদের মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিলেন। তাকে ৩ জুন গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।