কাইল মায়ার্স ও শামারাহ ব্রুকসের জোড়া সেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ।
গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে হারায় স্বাগতিক নেদারল্যান্ডসকে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো ওয়েস্ট ইন্ডিজ।
আমস্টেলভিনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার শাই হোপ ২৪ রানে থামলেও, আরেক ওপেনার মায়ার্স ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ১০৬ বল খেলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১২০ রান করেন মায়ার্স।
দ্বিতীয় উইকেটে মায়ার্সের সাথে ১৮৪ রান যোগ করা ব্রুকসও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান। ৩টি চার ও ৪টি ছক্কায় ১১৫ বলে অপরাজিত ১০১ রান করেন ব্রুকস। দুই ব্যাটারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
৩০৯ রানের জবাবে শুরুটা দারুন ছিলো নেদারল্যান্ডসের। ২ উইকেটে ২০০ রান অতিক্রম করে ফেলে তারা। দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’দাউদ জোড়া হাফ-সেঞ্চুরি তুলে থামেন। বিক্রমজিৎ ৫৪ এবং ও’দাবুদ ৮৯ রান করেন। তিন নম্বরে নামা মুসা আহমেদ ৪২ রান করেন। তবে পরের দিকে আরও কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারলে, ২৮৮ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের শারমন লুইস ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের মায়ার্স ও সিরিজ সেরা হন আকিল হোসেন।
সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ। ১৮ ম্যাচে ৮ জয় ও ১০ হারে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো ওয়েস্ট ইন্ডিজ। ১৩ ম্যাচে ২ জয়, ১০ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারনে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম ও শেষ দল নেদারল্যান্ডস।
সুপার লিগ টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ হারে ১২০ পয়েন্ট টাইগারদের। দ্বিতীয়স্থানে থাকা বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।