শ্রীলংকার বিপক্ষে লিড নিয়ে ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ।
১৪১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ১৪৯ রান করেছে বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ৮ রানে এগিয়ে টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৪ রান করেছিলো বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৪ ও লিটন দাস ১ রানে অপরাজিত ছিলেন।
আজ পঞ্চম ও শেষ দিন, ২৩ রানে থামেন মুশফিক। তাকে শিকার করেন শ্রীলংকার পেসার কাসুন রাজিথা।
ষষ্ঠ উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে ১৫৩ বলে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়েছেন লিটন।
সাকিব ৭টি চারে ৬১ বলে অপরাজিত ৫২ এবং লিটন ৩টি চারে ১২৭ বলে অপরাজিত ৪৮ রান করেছেন।
শ্রীলংকার রাজিথা-আসিথা ফার্নান্দো ২টি করে উইকেট নিয়েছেন।