প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করা হয়।
দুপুর ১২টায় দেবিদ্বার উপজেলার সাইতলা জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।
এ সময় গাইনি ও স্ত্রী রোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, গ্যাসট্রোলিভার বিশেষজ্ঞসহ ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেন।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দেবিদ্বার উপজেলার সাইতলা জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করেছি। মজুর, দুস্থ মানুষের মধ্যে নিয়মিত খাদ্য ও নগদ অর্থ সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জিএস সুমন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মানিক, নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।