চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৭ এপ্রিল থেকে ২৪ দিনের জন্য শুরু হচ্ছে রোজা, শবে কদর ও ঈদের ছুটি। ২৪ দিন পর বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ১১ মে। তবে বন্ধের সময় আবাসিক হল খোলা থাকবে। বন্ধের সময় চলবে আবাসিক শাটল ট্রেনও।
আজ সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষে আগামী ১৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে আগামী ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। বন্ধের সময়ে আবাসিক হল খোলা থাকবে। বন্ধের সময় শাটল ট্রেনও চলাচল করবে। ছুটি শেষে আগামী ১১ মে থেকে ক্যাম্পাস যথারীতি চলবে।