স্বাস্থ্যখাতে অবদান রাখায় ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ পেয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
গত ৩১ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রাশেদ আল মামুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
ডা. রাশেদ আল মামুন আজ সোমবার জানান, বাংলাদেশের প্রতিষ্ঠান ভিত্তিক স্বাস্থ্য সেবার মানের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বড় স্বীকৃতি হচ্ছে “জাতীয় স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার”। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই পুরস্কারের গৌরব অর্জন করলো। উপজেলা স্বাস্থ্য বিভাগের এই অর্জনের জন্য তিনি স্থানীয় সাংসদ, স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুরস্কার অর্জন করায় উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।