শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার কাজ করছে ।
আজ ইডেন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতের লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। তিনি মাতৃভাষা ও মাতৃভূমিকে মায়ের মত ভালবাসার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. শাহেদুল খবির প্রমুখ উপস্থিত ছিলেন।