পাঁজরের হাড়ে ইনজুরির কারনে চার থেকে ছয় সপ্তাহের জন্য কোর্টের বাইরে চলে গেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। এ সম্পর্কে এক টুইটার বার্তা নাদাল নিজেই লিখেছেন, ‘এটা মোটেই কোন ভাল খবর নয়, আমি এতটা প্রত্যাশা করিনি।’
ইনজুরির কারনে ক্লে কোর্ট মৌসুমের শুরুটায় অনুপস্থিত থাকবেন নাদাল। ৩৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড এ সময়ের মধ্যে মন্টে কার্লো ও বার্সেলোনা টুর্নামেন্টে খেলতে পারবে না। তবে আগামী ১-৮ মে মাদ্রিদ মাস্টার্সে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আগামী ২২ মে থেকে শুরু হওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনই এই মুহূর্তে নাদালের মূল লক্ষ্য। ১৩ বারের রেকর্ড বিজয়ী নাদাল কোনভাবেই রোলা গ্যাঁরোতে খেলা মিস করতে চাইবেন না।
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের সেমিফাইনালে নাদাল ইনজুরিতে আক্রান্ত হন। ফাইনালে রোববার যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের কাছে পরাজিত হবার পিছনে এই ইনজুরিও অনেকটাই দায়ী। ফাইনালে তাকে দুইবার বাধ্য হয়ে কোর্টের মধ্যে চিকিৎসা নিতে হয়েছে।