×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বহুল কাঙ্খিত স্বস্তির বৃষ্টি বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০৩-১৭
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে পরম শ্রদ্ধা ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সিলেটের সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। পরে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। 
এরপর একে একে জেলা প্রশাসন, এসএমপি ও জেলা পুলিশ, মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ, সকল সংগঠনে শীর্ষ নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। 
সকাল ১০টায় সিলেট জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠান। সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়,র‌্যালীটি  নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। 
এ উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে সিলেট জেলা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী চলছে বঙ্গবন্ধু’র জন্মোৎসব। 
এদিকে, মুজিববর্ষকে কেন্দ্র করে সাজ সাজ রবে সেজেছে সিলেট নগরী। সিলেট নগরভবন, জেলা প্রশাসকের কার্যালয়,পুলিশ সুপারের কারযালয়সহ গুরুত্বপূর্ণ সরকারী বেসরকারি ভবন, সড়ক ও মোড় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত জাতির পিতা বঙ্গবন্ধুর নানা রঙ্গের ছবি, ব্যানার, ফেস্টুন ও ডিজিটাল প্রচারণা। 
অপরদিকে, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটের সকল সরকারী বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সকল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat