×
ব্রেকিং নিউজ :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী প্রতিদিন ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসার বাণী : প্রধানমন্ত্রী সকলের সহযোগিতায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ করা হবে : মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অভিনিবেশ ও কর্মস্পৃহা সভা আগামীকাল রাইসি’র মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক আগামীকাল শুভ বুদ্ধ পূর্ণিমা চালের উৎপাদন বেড়েছে চার গুণেরও বেশি : কৃষিমন্ত্রী বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আলোচিত ট্রিপল মার্ডার মামলার রায়ে ৯ ব্যক্তির মৃত্যুদন্ড এবং ১ ব্যক্তির বিরুদ্ধে আমৃত্যু কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জনাকীর্ন আদালতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান এ রায় প্রদান করেছেন। এ মামলার অপর ১০ আসামীকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।
ঐ আদালতের এপিপি মোজাহার আলী জানান, জমিজমা সম্পর্কিত ধারাবাহিক শত্রুতার জের ধরে গত ২০১৪ সালের ৬ জুন বিকেল সাড়ে ৩টায় বদলগাছি উপজেলার উজালপুর গ্রামে বিবদমান দু পক্ষের মধ্যে মারমারি সংঘটিত হয়। এ সময় প্রতিপক্ষের হাতে একই গ্রামের মোঃ শহিদুল ইসলাম দুলু, মোঃ আমজাদ হোসেন এবং আব্দুল ওয়াদুদ নামের তিন ব্যক্তি নিহত হন। এ ব্যপারে বদলগাছি থানায় নিহত শহিদুল ইসলাম দুলুর পুত্র ফরহাদ হোসেন বাদী হয়ে মোট ২৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত করে ২ জনকে বাদ দিয়ে মোট ২২ জনের নামে অভিযোগপত্র আদালতে পেশ করে। পরবর্তীতে টাজর্শিটভুক্ত ২ আসামী মারা যান। এর ফলে ২০ জন আসামীর বিরুদ্ধে আদালতে বিচারকার্য শুরু হয়।
দীর্ঘ শুনানাী শেষে সোমবার দুপুরে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলো উজালপুর গ্রামের মৃত নাসির এর পুত্র সাইদুল ইসলাম ও আজিজুল হক, আবুল হোসেনের পুত্র জালাল হোসেন, হেলাল হোসেন ও বেলাল হোসেন, হাশেম আলীর পুত্র জায়েদ হোসেন, মজগর আলীর পুত্র আবুল হোসেন, মৃত কালু মন্ডলের পুত্র মোস্তফা আলী এবং সাইদুল ইসলামের পুত্র সোহাগ আলী। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী হলো ঐ গ্রামের মৃত মছিরের পুত্র হাশেম আলী। দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে জায়েদ আলী ও মোস্তফা পলাতক রয়েছে।
এ মামলার অপর ১০ আসামীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে ঐ আদালতের এপিপি এ্যাড. মোজাহার আলী এবং আসামী পক্ষে এ্যাড. রেজাউল ইসলাম বাচ্চু মামলাটি পরিচালনা করেন। রায়ে নিহতদের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat