আসন্ন ‘২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’ এ অংশ নিতে আগামীকাল ব্যংককের উদ্দেশ্যে রওসা হবে বাংলাদেশ আরচারি দল। ১৪-১৯ মার্চ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচারি দলের ১৬ জন আগামীকাল (রবিবার) দুপুর ০১:৪০ মি: থাইএয়ারওয়েজে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা হবে। অনিবার্য কারণবশত: কাল দলের সাথে যেতে পারছেন না কোচ মার্টিন ফ্রেডারিক । ১৪ মার্চ সোমবার তিনি কাতার এয়ারওয়েজে ফুকেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
এশিয়ার ১২টি দেশ থেকে রিকার্ভ পুরুষ ইভেন্টে ৩৫জন, রিকার্ভ মহিলা ইভেন্টে ২৪জন, কম্পাউন্ড পুরুষ ইভেন্টে ৩৩জন ও কম্পাউন্ড মহিলা ইভেন্টে ২৩জন আরচার টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১৭ সদস্যের বাংলাদেশ দলে আরচার হিসেবে যাচ্ছেন ১৩জন-
রিকার্ভ পুরুষ: মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রাম কৃষ্ণ সাহা,মো: সাগর ইসলাম।
রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা।
কম্পাউন্ড পুরুষ: নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান, মো: সোহেল রানা, হিমু বাছাড়।
কম্পাউন্ড মহিলা: রোকসানা আক্তার- ও শ্যামলী রায়।
কর্মকর্তা হিসেবে থাকছেন- মোহাম্মদ আনিসুর রহমান-টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডারিক-প্রধান প্রশিক্ষক,মোহাম্মদ জিয়াউল হক-প্রশিক্ষক, মোহাম্মদ হাসান-প্রশিক্ষক।