সাবেক সিনিয়র সচিব ড. আবদুল মালেককে সভাপতি করে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষনা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আজ এনএসসির এক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান এ্যাডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সেটি বাতিল করে নতুন এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত ৭ সদস্য বিশিষ্ট কমিটির সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন মো: শাহ আলম সরদার। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো: ফজলে এলাহী, কাজী নজরুল ইসলাম, মাহমুদ হোসেন খান দুলাল, সৈয়দা তাসলিমা আক্তার ও মো: নিয়াজুল হাসান খান।