আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ৩ মার্চ এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় ভার্চুয়ালি এই সভার আয়োজন করা হয়েছে।
ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এতে সংযুক্ত থাকবেন।
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন সিপিডি-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ব্রাক ইনস্টিটিউট অভ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড.ইমরান মতিন,এলা প্যাড-এর প্রতিষ্ঠাতা মামুনুর রহমানসহ বিভাগীয় অ্যালামনাইবৃন্দ।