কোভিড-১৯ মহামারীর মধ্যেও সমর্থকদের উচ্ছসিত সমর্থনে খুশী হয়ে চলতি বছর ইউরোপীয়ান ফাইনালগুলোর জন্য ৩০ হাজার টিকিট উপহার দেবার ঘোষনা দিয়েছে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন।
এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট দুই দল পাবে ৫ হাজার করে টিকিট। ইউরোপা লিগের ফাইনালের জন্য দেয়া হবে ৮ হাজার টিকিট। ইউরোপ কনফারেন্স লিগ ও নারী চ্যাম্পিয়ন্স লিগের জন্য দেয়া হবে ৬ হাজার করে টিকিট।
উয়েফা জানিয়েছে ক্লাবগুলো এই টিকিট তাদের সমর্থকদের মধ্যে বিতরন করতে পারবে। কিন্তু এগুলো পৃষ্ঠপোষক, পার্টনার কিংবা ক্লাব অফিসিয়ালদের দেয়া যাবে না। এ সম্পর্কে সেফেরিন বলেন, ‘সমর্থকরা একটি ম্যাচের প্রাণ। আমরা মনে করেছি গত দুই বছর যে কঠিন সময়ের মধ্যেই তারা আমাদের যেভাবে সমর্থণ করেছে তাতে তাদের জন্য কিছু করা যেতেই পারে।’
করোনা মহামারীতে ইউরোপীয়ান ক্লাবগুলো আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্থ হয়েছে। দুই মৌসুমে ম্যাচগুলো দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজিত হওয়ায় উয়েফা প্রায় সাত বিলিয়ণ ইউরো ক্ষতির মুখে পড়েছে।