×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২২-০১-৩১
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কনকাকাফ বাছাইপর্বে চির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে পরাজিত করে ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মত বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিতের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কানাডা। 
ম্যাচের মাত্র ৭ মিনিটের মধ্যে কাইল লারিনের গোলে এগিয়ে যায় স্বাগতিক কানাডা। এরপর ইনজুরি টাইমে স্যাম আদেকুবের গোলে টিম হরটন্সের হ্যামিল্টনের মাঠের প্রচন্ড ঠান্ডায় কানাডিয়ানদের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়। 
এই জয়ের মাধ্যমে কনকানাফ অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচ পরে এখনো অপরাজিত কানাডা ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। হাতে রয়েছে আরো চারটি ম্যাচ। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফেবারিট যুক্তরাষ্ট্র।
মধ্য, উত্তর ও ক্যারিবিয়ান অঞ্চলের বাছাইপর্বে শুরু থেকেই কানাডা দারুনভাবে নিজেদের প্রমান করেছে। আর এখন নিজেদের এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মত বৈশ্বিক এই সর্বোচ্চ টুর্নামেন্টের মূল পর্বে খেলা এখন তাদের জন্য সময়ের ব্যপার। 
ম্যাচ শেষে উচ্ছসিত কানাডার ইংলিশ কোচ জন হার্ডম্যান বলেছেন, ‘আমরা ধীরে ধীরে নিজেদের ফুটবলীয় দেশ হিসেবে পরিনত করেছি। যুক্তরাষ্ট্র অসাধারন একটি দল। আজও তারা মাঠে দারুন খেলেছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত ম্যাচের আবহ ধরে রেখে জয় ছিনিয়ে নিয়েছি। আর এটাই আমি আমার ছেলেদের বলতে চেয়েছিলাম। আমরাও নিজেদের যোগ্যতা যেন শেষ পর্যন্ত প্রমান করতে পারি, তাহলে সাফল্য আসবেই।’
এই পরাজয়ে যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহল্টারের উপর চাপ বাড়লো। বুধবার ঘরের মাঠে পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হন্ডুরাস। এরপর মার্চে শেষ তিনটি ম্যাচে তারা মেক্সিকো, কোস্টা রিকা ও পানামার বিপক্ষে মাঠে নামবে। ম্যাচ শেষে বারহল্টার বলেছেন, ‘এই ধরনের ফলাফল সত্যিই হতাশার। প্রাধান্য বিস্তার করে খেলেছে ঘরের বাইরের ম্যাচে এমন পরাজয় সহজে মেনে নেয়া যায়না।’
২০১৮ সালের বিশ্বকাপে খেলতে না পারার হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। 
রোববার দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে কোস্টা রিকার সাথে গোলশুন্য ড্র করে যুক্তরাষ্ট্রের সাথে সমান ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। এছাড়া স্বাগতিক হিসেবে পানামাও কাল জ্যামাইকাকে ৩-২ গোলে পরাজিত করে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর থেকে এক পয়েন্ট পিছিয়ে পানামা বর্তমানে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
আট দলের রাউন্ড রবিন লিগ বাছাইপর্বে শীর্ষ তিন দল ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট পাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat