- প্রকাশিত : ২০১৮-০৪-০৮
- ৭৩৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে কেআর-৯২ মডেলের নতুন কি-র্বোড বাজারে নিয়ে এলো এফোরটেক। নতুন এই কি-বোর্ডটির বিশেষ ফিচারসমুহের মধ্যে রয়েছে কমর্ফোট রাউন্ডএজ কিক্যাপস ও ড্রেন হোলস। ১০৪ টি কি সমৃদ্ধ কি-বোর্ডটিতে আছে কানেক্টর টাইপ ইউএসবি ২.০।
এছাড়াও এতে আছে স্ক্রু ইনহ্যান্সড স্পেসবার, ১০ মিলিয়ন কি স্ট্রোকেস, ইউএস অ্যালোকেশন কিপ্যাড এবং ১.৫ এম ক্যাবল। এতো সব চমৎকার ফিচারসমৃদ্ধ কি-বোর্ডটির মূল্য মাত্র ৫৫০ টাকা।
পণ্যটি কিনতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর যেকোন শাখায়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..