ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ড দলের প্রথম ম্যাচের অধিনায়ক রে ইলিংওর্থ মারা গেছেন। খাদ্যনালীর ক্যান্সারের কাছে হার মেনে ৮৯ বছর বয়সে মারা গেলেন ইলিংওর্থ।
ইলিংওর্থের মৃত্যুর খবর জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ার। তারা জানায়, ‘রে ইলিংওর্থ মারা গেছেন জেনে আমরা গভীরভাবে দুঃখিত।’
১৯ বছর বয়সে ১৯৫১ সালে ইয়র্কশায়ারের হয়ে অভিষেক হওয়ার পর ৩২ বছর ক্রিকেট খেলেন অফ স্পিনিং অলরাউন্ডার ইলিংওর্থ।
আর ১৯৫৮ থেকে ১৯৭৩ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬১ টেস্ট খেলেছেন ইলিংওর্থ। দুই সেঞ্চুরিতে ২৩ দশকি ২৪ গড়ে রান করেছেন ১৮৩৬। বল হাতে ১২২টি উইকেট শিকার করেছেন তিনি।
ইংল্যান্ডকে ৩১ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ইলিংওয়ার্থ। সেখানে জয় ১২টি। তার অধিনায়কত্বেই ১৯৭০-৭১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ২-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতেছিলো ইংল্যান্ড।
টেস্টের মত ওয়ানডের পরিসংখ্যান অত বেশি শক্তপোক্ত নয় ইলিংওয়ার্থের। তিন ওয়ানডেতে মাত্র ৫ রান ও ৪ উইকেট শিকার ছিলো তার।
১৯৭১ সালে ওয়ানডে ইতিহাসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ইলিংওর্থ। ঐ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া বিল লরি এখনও বেঁচে আছেন।
ক্রিকেটার ক্যারিয়ার শেষে নব্বই দশকে ইংল্যান্ড দলের প্রধান নির্বাচক ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ইলিংওর্থ।