বিজয় দিবস হ্যান্ডবল পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল আগামীকাল শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবসের ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ মুখোমুখি হবে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব লড়বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিপক্ষে।
আজ অনুষ্ঠিত পুরুষ বিভাগের ম্যাচে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ৩৩-১৯ গোলে কুষ্টিয়ার আনোয়ার সরকার স্পোর্টস একাডেমীকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪১-১৫ গোলে জামালপুর স্পোর্টস একাডেমীকে এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৭-১৮ গোলে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে।
মহিলা বিভাগের ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩০-২৭ গোলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপ-জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে:
পুরুষ বিভাগ:- ১) বর্ডার গার্ড বাংলাদেশ, ২) বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ৩) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ৪) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৫) জামালপুর স্পোর্টস একাডেমী ও ৬) আনোয়ার সরকার স্পোর্টস একাডেমী, কুষ্টিয়া।
মহিলা বিভাগ:- ১) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ২) বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ৩) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৪) জামালপুর স্পোর্টস একাডেমী, ৫) তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও ৬) বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল, নওগাঁ।